স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
আওয়ামী লীগের জনপ্রিয়তা পরীক্ষা করতে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, নিজ গুণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতার স্বীকৃতি পেয়েছেন।
শনিবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতা নয় বরং মানুষের জন্যই রাজনীতি করেন আওয়ামী লীগ সভাপতি। কানে ও চোখে সমস্যা থাকার কারণেই বিএনপির নেতারা শেখ হাসিনার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা দেখতে ও শুনতে পায় না বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সভাপতির পরিকল্পনার জন্যই দেশব্যাপী সমানভাবে উন্নয়ন হচ্ছে বলেও জানান দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
বাতায়ন২৪ডটকম।।হামি
Leave a Reply