মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
আহত শ্রমিককে হাসপাতালে না নেওয়ায় মহাসড়ক অবরোধ

আহত শ্রমিককে হাসপাতালে না নেওয়ায় মহাসড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট,গাজীপুর।।বাতায়ন২৪ডটকম।।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে কাভার্ডভ্যানের চাপায় আহত পোষাক শ্রমিককে কারখানার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা । হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস্ কোম্পানি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে । দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল । আহত শ্রমিক জুয়েল (২২) পোশাক কারখানার অপারেটর পদে কাজ করেন ।

কারখানার শ্রমিক রাতুল, ইসমাইল ও  সজিব জানান, বুধবার দুপুরে কারখানায় শ্রমিকদের খাবারের বিরতি হয় । এ সময় কারখানার শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন । এ সময় অন্যান্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন । কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন । এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা ।

তবে আহত শ্রমিকের সর্বশেষ শারীরিক অবস্থা কেউ জানাতে পারেননি ।

এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছেন ।

বিষয়টি নিয়ে আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস্ কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ।

বাতায়ন২৪ডটকম//আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com