বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।
শাহরুখ খান ও দীপিকা অভিনীত আসন্ন ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি নিয়ে বেশ কদিন ধরেই চলছে বিতর্কের ঝড় । ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ । শুধু তাই নয়, সিনেমাটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাকও ।
তবে শাহরুখ কিংবা তাঁর ভক্তরা কিন্তু মোটেই এসবকে পাত্তা দিতে চান না । কিং খান চান দর্শকরা এই ছবি দেখুক, ‘সিনেমা জিতুক’। অন্যদিকে তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শাহরুখ ম্যাজিকের সাক্ষী থাকার জন্য ।
যদিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ফের বয়কট ট্রেন্ড চালু হয়ে গিয়েছে । অনেকেই বেশরম রং গানে দীপিকার ‘বেশরমি’ নিতে পারেননি । কিন্তু সেই যাই হোক, সবটা মিলিয়েই যে ছবিটা নিয়ে সকলের মনেই উন্মাদনার পারদ চড়ছে সেটা বলাই যায় । এবার সমস্ত বিতর্কের মাঝেই প্রকাশ হলো ছবির নতুন গানের পোস্টার ।
মঙ্গলবার, ২০ ডিসেম্বর মুক্তি পেল পাঠান ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠান’ গানটির পোস্টার । আগামী ২২ ডিসেম্বর এই গানটি মুক্তি পাবে । তার আগে প্রকাশ্যে এল পোস্টার। আর সেই পোস্টারেই নজর কাড়ল সিজলিং দীপিকা এবং হট শাহরুখের আগুন ধরানো রসায়ন ।
‘ঝুমে জো পাঠান’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং । এই গানে মিলবে পাঠানের এনার্জি থেকে শাহরুখের ভাইব এবং কনফিডেন্স । ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ আশা করছেন এই গানে যে গোটা ভারতবাসী আবার দুলে উঠতে চলেছে ।
সিদ্ধার্থ এই গানটির বিষয়ে লেখেন, ‘ ছবিটির স্পিরিট নিয়ে এই গানটি লেখা এবং সুর দেওয়া হয়েছে । যবে থেকে খোদ শাহরুখ খান এই গান শুনেছেন তিনিও মজে রয়েছেন গানটির সুরে । ফলে আশা করা হচ্ছে তাঁর ভক্তদেরও এই গান মনে ধরবে । আর এই গানে দীপিকার থেকে নজর ফেরানো দায় হবে । চোখে পড়বে এই অনস্ক্রিন জুটির দুর্দান্ত রসায়ন ।’ এই গানে দীপিকাকে দেখা যাবে কালো টপ এবং প্যান্টে । অন্যদিকে বাদশার পরনে আছে সাদা শার্ট এবং কালো প্যান্ট ।
আগামী ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত ছবি ‘পাঠান’ ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply