স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আরএফএল গ্রুপ দেশের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করছে। এতে সবসময় সরকারি সহযোগীতা থাকবে।
বৃহস্পতিতবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় ৭০ হাজার বর্গফুট জায়গা জুড়ে আরএফএল নির্মিত বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে একথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ আরএফএল গ্রুপের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বাইসাইকেল বিশ্বের প্রায় পনেরটি দেশে রপ্তানি হচ্ছে। এ কারণে বাইসাইকেল তৈরির উপর জোর দিয়েছে আরএফএল গ্রুপ। রংপুরের গঙ্গাচড়ায় ২০১৪ সাল থেকে দুরন্ত নামের বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত করে আসছে গ্রুপটি। বর্তমানে কারখানায় পাঁচ শতাধিক মানুষ কর্মরত আছেন। ভবিষ্যতে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান কর্মকর্তারা।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply