আন্তর্জাতিক।।বাতায়ন২৪ডটকম।।
রাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক সরকারের সমালোচনা করে ঋষি সুনাক বলেছেন, বিগত সরকার কিছু ভুল করেছিল এবং সেসব ভুলের জেরেই দেশ বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের সামনে উপস্থিত হয়েছে। মঙ্গলবার লন্ডনে বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি।
সংক্ষিপ্ত বৈঠকের পর রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং তাকে নতুন মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ জানান।
এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ঋষি। ভাষণের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি সম্মান জানান তিনি। বলেন, ‘আমি কী কারণে এবং কোন পরিস্থিতিতে আপনাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনারা সবাই জানেন।’ ‘এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া এখনও করোনা মহামারির জের আমাদের টেনে নিতে হচ্ছে।’
বিগত সরকারের ভুল শোধরাতে দ্রুত কাজ শুরু করা প্রয়োজন উল্লেখ করে সুনাক আরও বলেন, ‘আমাদের খুব দ্রুত কাজে নেমে পড়তে হবে। কারণ যতই বিলম্ব হবে— সংকটের তীব্রতা আরও বাড়বে। এবং আমি আপনাদের প্রধানমন্ত্রী হয়েছি বিগত আমলের সেসব ভুল সংশোধনের জন্যেই।’
নিজের মেয়াদে জনসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দেশের এখন যে পরিস্থিতি, তাতে আমাদের নিজেদের মধ্যকার যাবতীয় মতপার্থক্য ভুলে এক হওয়ার সময় এসেছে। কারণ, ব্রিটেনের জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার দিক থেকে এ বিষয়ে সবসময়েই পূর্ণ আগ্রহ থাকবে।’
আমি এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি, আমি কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করব। আমার প্রতিটি দিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমার নেতৃাধীন সরকারের প্রতিটি পর্যায়ে সমন্বয়, পেশাদারিত্ব ও জবাবদিহিতা থাকবে।’
‘বিশ্বাস অর্জন করে নিতে হয় এবং আমি আপনাদের বিশ্বাস অর্জন করব।’
Leave a Reply