স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমিষের ঘাটতি পুরণে বেশি করে গবাদি পশু লালনপালন করতে হবে।
গবাদি পশুর যত্ন নিয়ে সংসার ও পরিজনদের স্বাবলম্বি করে গড়ে তুলতে হবে।
শনিবার( ১৫ এ্রপি্রল) দুপুরে নগরীর ২৩নং ওয়ার্ডের জুম্মাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের আয়োজনে আর্থিকভাবে স্বাবলম্বী করণ প্রকল্পের বকনা গরু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তরব্য এসব কথা বলেন তিনি।েএসময় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, মোঃ রফিকুল আলম, হাসনা বানু, এডিএলও ড. মোঃ জুবায়দুল কবীর, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মণের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের লাইভলীহুড প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ তাহমিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকার, সমাজ সেবক মাহামুদ হাসান সোহেল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মেয়র নগরীর ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ডের প৪৬ হতদরিদ্র পরিবারের মাঝে ৪৬টি বকনা গরু বিতরণ করেন। রংপুর মহানগরীতে চলতি বছর ১৪৪টি বকনা গরু বিতরন করলো সংস্থাটি।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply