শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

আবহাওয়া বিবেচনায় ১০ জুন বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

আবহাওয়া বিবেচনায় ১০ জুন বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়২৪ডটকম।।

রংপুরের সুমিস্ট হাঁড়িভাঙ্গা আম আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০ জুনের পরিবর্তে ১০ জুন থেকে বাজারে আসছে। বুধবার (৭ জুন) দুপুরে এই সংক্রান্ত নোটিশ জারি করে রংপুর জেলা প্রশাসনও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার (০৫)  সময় এগিয়ে আনার দ দাবি জানিয়ে ডিসির কাছে স্মারকলিপি দিয়েছিলেন চাষীরা।

 

রংপুরের ডিসি ড. চিত্রলেখা নাজনীন জানান, পদাগঞ্জ থেকে হাঁড়িভাঙ্গা আম চাষীরা একটি স্মারকলিপি দিয়েছিলেন। তাতে চাষীরা দাবি করেছিলেন হাঁড়িভাঙ্গা আম বাজারজাতে তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করা। কারণ হিসেবে তারা বলেছেন, অনাবৃষ্টির কারণে আম পাকা শুরু হয়েছে, আম পরিপুস্ট হয়েছে। আমের সাইজও ছোট হয়ে যাচ্ছে। আম বাগানে রাখা যাচ্ছে না। সেকারণে সরকার নির্ধারিত ২০ জুন যদি আম বাজারজাত শুরু হয়, তাহলে অনেক আম বাগানেই পেকে নস্ট হয়ে যাবে। চাষী ও ব্যবসায়িরা লোকসানের মুখে পড়বে। সেকারণে তারা তারিখ এগিয়ে এনে ১০ জুন করার দাবি জানান।

 

ডিসি জানান স্মারকলিপি পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বিষয়টি নিয়ে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দিতে বলি। তারা সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেন। তাদের প্রতিবেদনের আলোকে ২০ জুনের পরিবর্তে হাঁড়িভাঙ্গা আম ১০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। তিনি বলেন, আবহাওয়ার কারণেই মূলত আগেই হাঁড়িভাঙ্গা আম এবার পাকছে। সেকারণে এই সিদ্ধান্ত। তিনি চাষী, ব্যবসায়ি ও উদ্যোক্তাদের পরিপুস্ট আম যথা সময়ে যথা নিয়মে বাজারজাত করার আহবান জানান।

 

ডিসি এবং কৃষি সম্প্রসারণের এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন চাষী, ব্যবসায়ি ও উদ্যোক্তারা।  হাঁড়িভাঙ্গা আম চাষী পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার জানান, পারিপাশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ডিসি স্যারকে স্মারকলিপি দিয়ে বাজারজাতের তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করার দাবি জানাই। তিনি সেটি মঞ্জুর করে নোটিশ দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

বাতায়২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com