স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবার নিলেন ব্যতিক্রমী উদ্যোগ। মাসিক আইনশৃঙখলা কমিটির মাসকি সভা শুরু করেছেন ইউনিয়ন পরিষদ চত্বরে। প্রান্তিক মানুষের অংশগ্রহন নিশ্চিত এবং নির্ভয়ে তাদের সমস্যা সম্ভাবনা তুলে ধরার এই ব্যতিক্রমি আয়োজনে খুশি ওই এলাকার মানুষ।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে পরিষদ চত্বরে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে আড়াইটায় শুরু হওয়া এই সভা চলে সন্ধা ৭ টা পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাইদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম মোস্তফা মো জোবাইদুর রহমান, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুমন, রামনাথপুর ইউনিয়ন পরিষদের শওকত আলী, লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্করসহ প্রান্তিক একাধিক মানুষ। এসময় সাংবাদিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইনশৃংখলা কমিটির সভা ইউনিয়নে হওয়ায় খুশি সেখানকার মানুষ। স্থানীয় সমাজসেবক আশরাফুল আলম বলেন,”আগে উপজেলায় এ সভা হওয়ায় সাধারণ মানুষ জানতো না। এখন সেই সভা হচ্ছে ইউনিয়নে।এতে তৃণমূলের অংশগ্রহণ বেড়েছে। মানুষ আইন সম্পর্কে অবগত হচ্ছেন। নিজেদের কথা বলতে পারছেন। এটি ভালো উদ্যোগ”।
সভা প্রসঙ্গে গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদদে আইনশৃঙখলা কমিটির মাসিক সভা হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। কারণ এতে সাধারণ মানুষের আইনী সহায়তা জানা ও বোঝা সহজ হয়েছে। ইউএনওর এমন উদ্যোগ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। এটা যেন সব সময় অব্যাহত থাকে সেই প্রত্যাশা এই জনপ্রতিনিধির।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাইদ বলেন, ইউনিয়নের কিছু সমস্যা সম্পর্কে আমরা উপজেলা পর্যায় থেকে অনেক সময় জানতে পারি না। সরাসরি স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে সমস্য ও করণীয় নিয়ে আলোচনার সুবিধার্থেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে একদিকে যেমন সমস্যা চিহ্নিত করে পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে, অন্যদিকে প্রশাসন যে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থায় মাঠে রয়েছে সেই বার্তাও পৌঁছে যাচ্ছে।
তিনি বলেন, আজ আমরা বিল খননে বাধা দিচ্ছিল। তাকে ডেকে আমরা সেটির সমাধান করেছি। অন্যদিকে একজনের বাড়ির রাস্তা বন্ধ করা হয়েছিল। সেজন্য দুই পক্ষকে ডেকে সেটি সমাধান করা হয়েছে। এছাড়াও আজকে স্কুলের বাওডাঙ্গা সরকারি স্কুলের বাউন্ডারি না থাকা, ভেরের ডাঙ্গা মোড় থেকে চৌপথি মোড় পর্যন্ত স্ট্রিট লাইট, এম্বুলেন্স সেবা, শ্স্মানের রাস্তা নির্মান, বালাডাঙ্গা হাট শেকে মুছির হাট পর্যন্ত রাস্তায় চুরিসহ অপরাধ সংগঠনে প্রতিরোধে টহল বাড়ানো, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ হলে অবহিত করণসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত হয়েছে। এছাড়াও হেল্প নম্বর সহ অন্যান্য নম্বর দেয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ খুব খুশি হয়েছেন।
তিনি বলেন, এই আয়োজনে প্রান্তিক মানুষের খুব কাছে আমরা পৌছাতি পারছি। এতে তারা নির্ভয়ে নির্বিঘ্নে বলতে পারছে তাদের কথা। আমরা সরাসরি শুনে সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে পারছি। এই উদ্যোগ কুতুবপুর ইউনিয়ন থেকে শুরু হয়েছে। গোপিনাথপুরে দ্বিতীয় সভা হলো। আগামী ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে রামনাথপুর ইউনিয়নে হবে। ধারাবাহিকভাবে এই সভা চলবে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply