বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
অভিনয় ছাড়ছেন সাই পল্লবী

অভিনয় ছাড়ছেন সাই পল্লবী

বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই একটু ব্যতিক্রমী পন্থায় পা ফেলেন । ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় এবং সাজসজ্জা সবখানেই পরিমিতিবোধ স্পষ্ট । অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা । শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি ।

আগে থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী । তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল । জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন । কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার ।

কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি ! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে । তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে ।

উল্লেখ্য, ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর । তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার । মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন । সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে ।

বাতায়ন২৪ডটকম//আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com