বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই একটু ব্যতিক্রমী পন্থায় পা ফেলেন । ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় এবং সাজসজ্জা সবখানেই পরিমিতিবোধ স্পষ্ট । অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা । শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি ।
আগে থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী । তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল । জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন । কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার ।
কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি ! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে । তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে ।
উল্লেখ্য, ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর । তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার । মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন । সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply