স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ডিএনএস স্যালাইন অবৈধভাবে মুজদ রেখে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগে রংপুর মহানগরীর দুটি ফার্মাসিকে ৭ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে মেডিক্যাল মোড় এলাকার ফার্মাসীগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করেনরং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম।
বেলা ১২ টায় মেডিক্যাল মোড় এলাকার বিভিন্ন ফার্মাসিতে অভিযান চারায় সংস্থাটি। এসময় তারা হাতেনাতে ধরে ফেলেন ডিএনএস স্যালাইন মজুদ করে রেখেছে বেশ কিছু ফামার্সী। কৃত্রিম সংকট তৈরি করে ১০০ টাকার স্যালাইন বিক্রি করছে ২০০ থেকে ৩০০ টাকায়।
অভিয়ানের সময় অবসর মেডিসিন কর্নারে বিপুল পরিমান ডিএনএস স্যালাইন জব্দ করে সংস্থাটি। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রিফাত মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে অবৈধ মুজদ রাখা ডিএনএস স্যালাইন জব্দ ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুই ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধও জব্দ করে সংস্থাটি।
সংস্থাটির বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম জানান, আমরা প্রথমে অবসর ও রিফাত ফার্মাসীতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠাই। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানায়। পরে বেশি দাম দিলে স্যালাইন দেয়।
কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্যালাইন জব্দ করি এবং সতর্কতামূলক জরিমানা করি। এরপরেও যদি কেউ স্যালাইন থাকা সত্বেও না থাকার কথা এবং বেশি দামে বিক্রি করে তাহলে সেই ফার্মাসির মালিকের বিরুদ্ধে আইনের সর্বোচ্চটা আমরা ব্যবহার করবো। কোন ছাড় দেবো না। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply