শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

অতিরিক্ত হাসিল আদায়, বেতগাড়ি হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত হাসিল আদায়, বেতগাড়ি হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সরকারি নিয়ম না মেনে কোরবানীর গরুর অতিরিক্ত হাসিল (টোল) আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ২৭ জুন) বিকেলে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

মঙ্গলবার বেতগাড়ি গরুরহাটে দেখা যায়, হাট ইজারাদারগন গরু ক্রেতার কাছ থেকে ১ হাজার টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা হাসিল আদায় করছেন। হাটে টাঙ্গানো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নির্ধারিত টোলে দেখা যায় শুধু ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা নেয়ার কথা। কিন্তু ইজারাদার তা না মেনে অতিরিক্ত ১ হাজার টাকা আদায় করছেন। হাটটিতে প্রতিহাটে কমবেশি ২ হাজার করে গরু বিক্রি হয়। এতে দেখা যায় এই হাটটিতে প্রতিহাটবারে ইজারাদার সরকারি নিয়ম ভেঙ্গে ২০ লাখ টাকা অতিরিক্তভাবে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে আদায় করছেন। গণমাধ্যমে এমন খবর দেখে ওই হাটে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার নির্দেশে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুলতামিজ। অভিযোগের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, যমুনা প্রতিবেদন দেখে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। যেহেতু আমাদের লোকবল সংকট, সেকারণে ওইহাটে ভ্রাম্যমান আদালত ছিল না। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট  পাঠিয়ে সেখানে অতিরিক্ত হাসিল নেয়ার প্রমাণ মেলে। পরে জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, র্নিধারিত টোলের বাইরে ক্রেতার কাছ থেকে বেশি এবং বিক্রেতার কাছ থেকে হাসিল নেয়ার কোন বিধান নেই। অনিয়ম পেলেই আমরা ব্যবস্থা নিবো। ইতোমধ্যেই আমরা হাট এলাকায় মাইকিং করেছি, এ বিষয়ে এবং ইজারাদারদেরকেও সতর্ক করে করেছি।

এদিকে ওই হাটের ক্রেতা জুলফিকার, বিক্রেতা আবু তালেব  জানান, যখন ম্যাজিষ্ট্রেট জরিমানা করেন, তখনও মাঠে ক্রেতার কাছ থেকে ১ হাজার এবং বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা করে হাসিল আদায় করছিলেন প্রায় ৪৭ জন ইজারাদার নিযুক্ত লেখক। সিদ্দিক নামের এক বিক্রেতার অভিযোগ, প্রশাসনের সাথে সখ্যতা থাকায় তাদের চোখের সামনেই ক্রেতা-বিক্রেতার পকেট কাটা হলেও প্রশাসন নির্বিকার। ২০ হাজার টাকা জরিমানাকে আইওয়াশ বলছেন তিনি। তার দাবি, যেখানে লাখ লাখ টাকা অতিরিক্ত কামাচ্ছে ইজারাদার, সেখানে ২০ হাজার টাকা জরিমানার বিষয়টি দু:খজনক।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্ থনীতি বিভাগের অধ্যাপক মোরশেদুল আলম জানান,  শুধু বেতগাড়ি হাটেই নয়, হাতেগোনা  ২ একটি হাট ছাড়া রংপুরসহ উত্তরাঞ্চলের ১৩৪ টি উপজেলার সব হাটেই এভাবে গরু ক্রেতার কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুন এবং বিক্রেতার কাছ থেকে ২০০ থেকে ৭০০ টাকা পর্ যন্ত হাসিল আদায় করছে। এভাবে ১৫ দিনের ব্যবধানে ইজারাদারচক্রটি হাতিয়ৈ নিচ্ছে হাজার কোটি টাকার ওপরে। এসব বিষয়ে প্রশাসনের সাথে লেনদেনের সখ্যতা থানায় বছরের পর বছর কোরবানীর সময় এই চক্রটি অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে কোন প্রতিকার মিলছে না।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com