আরিফিন শুভর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

আরিফিন শুভর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনীত সিনেমা ‘নূর’। রায়হান রাফির পরিচালনায় নির্মিত   সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাস-এ মুক্তি পাবে।

২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার। যেখান থেকে ভাইরাল হয়েছে একটি চুম্বন দৃশ্য। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন। এ বিষয়ে মুখ খুলেছেন ঐশী।

তার কথায়, নূর-এ একটি চুমুর দৃশ্য রয়েছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি, এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। চুমুর দৃশ্য না থাকলে অন্য কোনো দৃশ্য যেমন ধাক্কা দেওয়া বা চড় মারা থাকতে পারত। অভিনয়ের প্রয়োজনে যা দরকার, তাই করতে হয়।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। ২০২২ সালের জুলাইয়ে সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও ত্রুটিসংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র মেলেনি। পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। অবশেষে ‘নূর’ মুক্তি পেতে চলেছে ১১ ডিসেম্বর।

এদিকে, ঐশী বর্তমানে শাকিব খানের বিপরীতে সোলজার সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com