রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে এই পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। চলতি বছর প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করে এএফসি নারী এশিয়ান কাপে খেলার। দুই অর্জনেই দারুণ ঝলক দেখিয়েছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা চাকমার কাছে এই পুরস্কার বিশেষ ও গৌরবের। রাঙামাটির পাহাড়ি পরিবেশ থেকে উঠে এসেছেন এই ফুটবলার। বছর দশেক আগে বাবা ও তিন বছর আগে হারিয়েছেন ভাইকে। এত প্রতিবন্ধকতার মাঝেও তার ফুটবল পারফরম্যান্স বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এর স্বীকৃতি হিসেবে রোকেয়া পদক পেয়েছেন ঋতুপর্ণা। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

 

এছাড়াও, সমাজের নানা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা নারীদেরও প্রদান করা হয় রোকেয়া পদক।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com