স্টাফ করেপেন্ডেন্টে, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএলটি-২০- এর নতুন আসর। এবারের মৌসুমে অংশ নিচ্ছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। তাদেরই একজন পেসার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যেই দেশ ছেড়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে।
শনিবার রাতে আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি জানিয়েছেন মোস্তাফিজ। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’
এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ তাদের নিজ নিজ দলে যোগ দিয়েছেন। সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, তাসকিন আছেন শারজা ওয়ারিয়র্সে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবসময়ই চাহিদাসম্পন্ন খেলোয়াড় হিসেবে পরিচিত মোস্তাফিজ। চলতি মৌসুমে দুবাই ক্যাপিটালস তাকে সরাসরি দলে নিলেও পরবর্তীতে তাকে বাদ দেয়। পরে দলের প্রয়োজনীয়তায় আবারও বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভেড়ায় ক্যাপিটালস শিবির। এই প্রথমবারের মতো আইএলটি-২০তে দেখা যাবে কাটার মাস্টারকে।
ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজের অনুপস্থিতিতে খেলতে নেমে জয়ও পায়নি দল। আগামীকাল গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্যাপিটালসরা। সেখানে মোস্তাফিজকে পাওয়া গেলে বল হাতে দলের শক্তি বাড়বে বলেই আশা সমর্থকদের।