স্টাফ করেসপন্ডেন্ট, ক্রীড়া।। বাতায়ন২৪ডটকম।।
লিওনেল মেসিকে নিয়ে ইন্টার মায়ামি শীর্ষ সাফল্যের পথে বড় ধাপ ফেলল। গতকাল (শনিবার) নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাবটি প্রথমবার ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত দাবি করছেন, আর্জেন্টাইন ফুটবল তারকা তার ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতেছেন। কিন্তু এটা সত্যি নয়।
ফিফা এমএলএস ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপকে আনুষ্ঠানিকভাবে শিরোপা হিসেবে স্বীকৃতি দেয় না। তাতে করে মেসির ক্যারিয়ার শিরোপা ৪৬টিই আছে। এমএলএস কাপের ফাইনালে মায়ামি জিতলে আটবারের ব্যালন ডি’অর জয়ী জিতবেন ৪৭তম শিরোপা। তবুও ক্লাব ও খেলোয়াড়দের জন্য এটি বড় একটি অর্জন, প্রথমবার তারা জিতল এই শিরোপা।
৬৭তম মিনিটে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি গোল করেন। ক্লাব ও দেশের হয়ে এটি ছিল আর্জেন্টাইন তারকার ৪০৫তম অ্যাসিস্ট। হাঙ্গেরি লিজেন্ড ফেরেঙ্ক পুসকাসকে (৪০৪) পেছনে ফেললেন মেসি। ৩৮ বছর বয়সী তারকার সব মিলিয়ে গোল ৮৯৬টি।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।