স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন ছবির একটি লুক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সুহানা খান। অনন্যাকে ট্যাগ করে সুহানা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ পোস্টটি প্রকাশের পর দুই তারকার বন্ধুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।

এরপরই সুহানার পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে প্রশংসা করেই লিখলেন এমন আবেগী কথা। নেটিজেনদের অনুমান, সুহানা হয়তো অনন্যার পাশে দাঁড়াতেই এটি করেছেন। সেই সঙ্গে উঠে এলো অনন্যা–সুহানার ঘনিষ্ঠতাও।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।