স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার তৎপরতার অভিযোগ এনে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে নার্সরা।
বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন সরকারি ও বেসরকারি নার্সিং কলেজে কর্মরতরা। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি নাজমা নাহার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শামীম প্রমুখ।
এসময় তারা বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চারদশকের ঐতিহ্যের অংশ। ভিন্ন অধিদপ্তরে একিভূত করা হলে জটিলতা তৈরি হবে। সরকার এই উদ্যোগ থেকে সরে না আসলে কমপ্লিট শাটডাউনে যাবে।