স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এলাকাবাসী ও বিএনপি নেতার।
সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল দুদকের জালে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
বাস্তবে তার সম্পদ অনেক গুন বেশি বলে দাবী করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন।
তিনি বলেন, নুর মোহাম্মদ মন্ডলের ওসমানপুর মৌজায় বসতবাড়ির জমিসহ অবকাঠামো মূল ৫ কোটি টাকা। ওসমানপুর নাতি আনন্দর নামে ক্রয় করা জমি ও অবকাঠামোর মূল দেড় কোটি টাকা, পীরগঞ্জ বাসস্টান্ডে ক্লিনিক ও হাসপাতাল ও মার্কেট এর মূল্য ১০ কোটি টাকা, পীরগঞ্জ পৌরসভার মজিদপুর গ্রামে কোলেস্টোরেজ করার জন্য প্রায় ৩.৫০ একর যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা, পিকনিক স্পষ্ট আনন্দনগর ৬০ একর জমির উপর অবস্থিত এর অবকাঠামোসহ জমির মূল্য ২০/২৫ কোটি টাকা।
এলাকাবাসী বলেন এমপি নূর মোহাম্মদ মন্ডল এর গ্রামের বাড়ি খালাশপীরে ১০ একর আবাদী জমি আছে যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার উপর। এছাড়াও তার স্ত্রীর ছেলে-মেয়ে, নাতি-নাতনীর নামে রয়েছে ২০ থেকে ২৫ কোটি টাকার বিপুল সম্পদ। সব মিলে নুর মোহাম্মদ মন্ডলের প্রায় ১’শত কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন।