সংবাদ শিরোনাম :
“আধিপত্যবাদী শত্রুরা আবারো নতুন করে ক্ষমতা দখল করতে পারে -এজন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”  জামায়েত নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম সুন্দরগঞ্জে অসহায়-দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ ভারতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৪০ ফিলিস্তিনির কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার লালমনিরহাটে রংপুর ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজনীতিতে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে:আখতার রংপুরে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ। পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নগদ অর্থ, সরঞ্জামাদিসহ দুই হ্যাকার গ্রেফতার
মহিপুর ব্রিজের কাকিনা অংশে বেরিকেড খুলে না দেওয়ার জন্য এলাকাবাসীর মানববন্ধন 

মহিপুর ব্রিজের কাকিনা অংশে বেরিকেড খুলে না দেওয়ার জন্য এলাকাবাসীর মানববন্ধন 

মমিনুল ইসলাম রিপন।। বাতায়ন২৪ডটকম।।
মহিপুর  ব্রিজের কাকিনার অংশে প্রবেশ দ্বারে বেরিকেড খুলে না দেওয়ার জন্য মানববন্ধন করেছেন এলাকাবাসী । আজ শনিবার (১০) সকাল ১১ টায় কাকিনা থেকে মহিপুরে প্রবেশদ্বারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকাবাসী বলেন, এর আগে মহিপুর ব্রিজের প্রবেশদ্বার খোলা থাকায় ভারী যান চলাচল করায় দুইজন লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
এই ব্রিজের রাস্তার দুই পাস বালু দিয়ে তৈরি। যে কারণে রাস্তাটি অতি অল্প সময়ে ভেঙ্গে  যাওয়ার সম্ভাবনা আছে । আর রাস্তাটি অত্যন্ত চিকন হযওয়ায় দুইটি যানবাহন পারাপার হতে অতি কষ্ট হয়। তার ওপর ২০ টন ২২ টনের পাথর বোঝাই ট্রাক চলাচল করলে রাস্তার দুই পাস ও ব্রিজ দ্রুত সময়ে নষ্ট হয়ে যাবে। এই ব্রিজ ও রাস্তা রক্ষার সাথে বেরিকেড খুলে না দেওয়ার জন্য আমরা এলাকাবাসী আজ এখানে  একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নিয়েছি।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সেজদাদ হোসেন। তিনি বলেন,গত তিন দিন আগে লালমনিহাট মোটর মালিক সমিতি এই জায়গায় মানববন্ধন করে ব্রিজটি খুলে দেওয়ার জন্য দাবি করে আসছে। তাদের দাবির সঙ্গে আমরাও একমত তবে এই ব্যারিকেডটি খুলে দেওয়ার আগে রাস্তাটি প্রশস্তকরণ ও মজবুত করা প্রয়োজন। তা না করে তারা বেরিকেড খুলে দেওয়ার জন্য অন্যায় দাবি করে আসছে। তাদের এই দাবির বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। কাকিনা
যুবদল নেতা আবু হাসনাত  বলেন এই রাস্তাটি সব সময় ব্যস্ততম রাস্তায হিসেবে পরিচিত। এই রাস্তায় ভারী যানবাহন  বহন চলাচল করলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য রাস্তা প্রশস্ত করণ না করে বেরিকেড খুলে দিলে আমাদের এলাকাবাসীর জন দুর্ভোগে পড়বে।
বাতায়ন২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com